March 27, 2023, 8:07 pm
বানারীপাড়া প্রতিবেদক।। বৃহস্পতিবার ২৯ ডিসেম্ববর বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের ” কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি” প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোসাম্মৎ আফরোজা বেগম, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, সধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, নাগরিক উদ্যোগের জেলা সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম। সভায় প্রকল্পের পরিচিতি প্রদান করেন প্রকল্পে প্রোগ্রাম কো-অর্ডিনেটর লাকি আক্তার। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মহাসিন মিয়া সঞ্চালনা করেন। #
এস মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল।।