January 21, 2025, 12:05 pm
এস মিজানুল ইসলাম,
বিশেষ সংবাদদাতা: বুধবার ২৮ ডিসেম্বর উপজেলার উদয়কাঠী ইউনিয়ন পরিষদ ভবনে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। উদয়কাঠী ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির জানান, ভোর রাত আনুমানিক ৩টায় ইউনিয়ন পরিষদের ৭ টি তালা ভেঙ্গে ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করে। এ সময় চেয়ারম্যানের কক্ষ থেকে ৬০ হাজার, উদ্যক্তার কক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং ইউপি সচিবের কক্ষ থেকে স্থানীয় শালিসদের স্বাক্ষরিত স্টাম্প নিয়ে গেছে। এছাড়া অফিসের আলমারি ভেঙ্গে বিভিন্ন কাগজপত্র তছনছ করে। এ ব্যপারে বানারীপাড়া থানায় জানালে তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সিসি ক্যামেরায় দেখা যায় মুখ ঠাকা দু’জন লোক ভবনের তালা ভেঙ্গে ঢুকে প্রথমে ক্যামেরার ডিভাইস বন্ধ করে। টাকা নিয়েছে কিনা তদন্তের পর জানা যাবে। এখন পযর্ন্ত মামলা দায়ের হয়নি।#