January 15, 2025, 9:11 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পটিয়ায় শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপ ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে ২০ হাজার অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাশেম চৌধুরী, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মেম্বার শওকত আকবর, কেডিএস গ্রুপের ম্যানেজার কাজল বড়ুয়া, ব্যাংকার এম ইদ্রিস অপু।
সকাল থেকে উপজেলার কাশিয়াইশ, বড়লিয়া, জিরি ও কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরন করা। যা শীত মওসুম পর্যন্ত চলমান রাখা হবে।
শীত বস্ত্র বিতরনকালে চেয়ারম্যান আবুল কাসেম বলেন, শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান ও আল আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমানের আন্তরিক প্রচেষ্টায় এবার ২০ হাজার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন শুরু হয়।