June 21, 2025, 8:43 am
আলিফ হোসেন,তানোরঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুনঃর্নিবাচিত হওয়ায় তাদের
তানোর পৌর আওয়ামী লীগের আগামীর নেতৃত্ব বিশিষ্ট সমাজসেবক ও তরুণ উদ্যোগক্তা আলহাজ্ব আবুল বাসার সুজন এবং তানোর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পৃথক পৃথক
অভিনন্দন বার্তায় তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী ও
জননেত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ আরও শক্তিশালী ও গতিশীলতা লাভ করবে।
তারা আরো বলেন, ‘আমরা প্রত্যাশা করি যে; শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল বাংলাদেশের জন্য সংগ্রাম ও অসাম্প্রদায়িক রাজনীতিকে সংহত করতে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, গত শনিবার বিকেল তিনটায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আর সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।