August 26, 2025, 1:45 pm
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে জিগাতলা নেংটিছিরা ব্রিজের অভিমুখে ইজিবাইক , এম্বুলেন্স ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নিহত হয় ১ জন ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুর্শা ইউনিয়নের জিগাতলা নেংটিছিরা ব্রিজে সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬.২০ মিনিটে তারাগঞ্জ থেকে সৈয়দপুরগামী একটি ইজিবাইককে সৈয়দপুর থেকে রংপুর গামী রোগীবাহী একটি এম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ ৫১৭৪৭৯) ধাক্কা দেয় । ইজি বাইকটির গতি নিয়ন্ত্রণহীন হলে ইজি বাইকের পেছনে থাকা রংপুর থেকে সৈয়দপুরগামী একটি ঘাতক ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই নিহত হন ৪ জন । আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে ১ জনের মৃত্যু ঘটে ।
নিহতরা হলেন, শেরমস্ত ভবানীগঞ্জ এলাকার কৃষক শহির উদ্দিন (৪০) , শেরমস্ত বানিয়াপাড়া এলাকার আজানুর (৪৬) , খাদেমুল ইসলাম (৩৮), আলমপুরের ইজি বাইক চালক হাবিবুল্লাহ (৪৫) ।
হাইওয়ে থানার এসআই নূর আলম বলেন , আমরা ঘটনাস্থলে এসে চারজনকে মৃত উদ্ধার করি । ঘাতক ট্রাকটি আটকানো সম্ভব হয়নি। বর্তমানে পরিস্হিতি নিয়ন্ত্রনে আছে।
ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এস এম শরীফ আহাম্মদ আব্দুল্লাহ বলেন, সন্ধ্যা ৬.৩০ মিনিটে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ ৪টি উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী , সার্কেল এ এস পি জাহিদ , সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা,তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান, হাইওয়ে ওসি শেখ মোহাম্মাদ মাহাবুব মোর্শেদ ,
কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক, ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ ।