March 21, 2023, 7:23 am
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
দিবসটিকে যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে শুক্রবার ( ১৬ডিসেম্বর) জেলা,মহানগর
জাতীয় পার্টির নেতাকর্মীরা এ শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে সকালে জাতীয় পার্টির ময়মনসিংহস্থ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি একটি বিজয় র্য়ালী শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাক্তার কে আর ইসলাম, সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম,সদর উপজলা জাতীয় পার্টির আহবায়ক আবু হানিফ সরকার, সদস্য সচিব আবজাল হোসেন হারুন এর নেতৃত্বে পাটগুদাম ব্রীজ মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে ১৬ ডিসেম্বর সকালে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এসময় জেলা ও মহানগর জাপার বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।