March 27, 2023, 8:08 pm
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহীদ মিনারে ফুল দেওয়া কে কেন্দ্র করে ধস্তাধস্তির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
গতকাল শুক্রবার ১৬ই ডিম্বার সূর্যদয়ের সাথে সাথে বিজয় দিবসে নাচোল সরকারী কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় আওয়ামীলীগের দু’গ্রপের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
মাইকে আওয়ামীলীগের পুষ্পস্তবক অর্পণের ঘোষনা দিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু ও তার সমর্থকরা এবং অপরদিকে উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও তার সমর্থকরা একই সাথে পুষ্পস্তবক অর্পণ দিতে গেলে ঐ সময় উভয় গ্রপের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এসময় নাচোল থানাপুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বিজয় দিবসের কর্মসূচির মধ্যে উপজেলা প্রশাসন, নাচোল উপজেলা আওয়ামীলীগের দু’গ্রপ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, পৌর যুবলীগ, মহিলা দলের সভানেত্রী, নাচোল উপজেলা বিএনপি দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য প্রশাসন, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ক্ষুদ্র ও নৃতাত্বিক গোষ্ঠি, হরিজন সম্প্রদায়’র পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে হয়।
পরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রুপ, আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের পূর্বের ভাড়া দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বঙ্গবন্ধুর মুরালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ সকল শ্রেণীর অঙ্গসংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
৮টা ১৫ মিনিটে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলণ শেষে শান্তির প্রতীক পায়রা উড়ানো, সাড়ে ৮টায় পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাউয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ করা হয়।
সকাল সাড়ে ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও বিকেল ৩টায় সকলের অংশগ্রহণে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহামেনা শারমীন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু,
সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, সাবেক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল সরকারী কলেজে অধ্যক্ষ শ,ম আব্দুস সামাদ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর, রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।