January 14, 2025, 11:08 pm
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নং পানছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ব্রিকফিল এলাকার বাসিন্দা জাফর আলী। পিতা রাজা মিয়া।অনেক কষ্টে কাঠমিস্ত্রি কাজ করে জায়গায় ভাঙ্গা ঘরে দিনযাপন করে আসছেন তিনি। এই ভাঙ্গা ঘরে থেকে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি।আরও এক মেয়ে রয়েছে তার।বাসার হল্ডিং নম্বর ৩৪।
জানা যায়,এখন তিনি এক মেয়ে ও স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে নিয়ে দুই গন্ডা জায়গার উপর ভাঙ্গা ঘরে দিনযাপন করছেন তারা।টিনের চালা দিয়ে পানি পড়ে।খুব কষ্টে তাদের দিনযাপন করতে হয় বলে জানা যায়।
এই বিষয়ে মোঃজাফর আলী বলেনঃ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি সরকারি ঘর ব্যবস্থা করে দিলে আমরা একটু সুখে শান্তিতে দিনযাপন করতে পারবো।এই ভাঙ্গা ঘরে বর্ষাকালে অনেক কষ্ট পেতে হয় আমাদের।