March 18, 2025, 2:40 pm
এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের চরমপন্থী দলের সদস্য কোরবান আলী শেখকে(৪৫) আটক করেছে পুলিশ। সে সাগরকান্দি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের দিরাজ প্রামানিকের ছেলে। শনিবার রাতে খৈল্লার মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ সহ কোরবানকে আটক করে পুলিশ। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) এমরান মাহমুদ তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অস্ত্র ও গুলিসহ আটক চরমপন্থী দলের সক্রিয় সদস্য কোরবানের বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক মামলা রয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।