January 14, 2025, 10:55 pm
মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় ৪০ (চল্লিশ) কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার গাড়ীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে এসআই (নিঃ)/হৃদয় পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঙ্গরা বাজার থানাধীন ০৫নং পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের খৈয়াখালী সাকিনস্থ ৩৯নং উত্তর হাটাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে খৈয়াখালী বাজার টু কোরবানপুরগামী পাকা রাস্তার উপর পৌঁছিয়া চেক পোষ্ট বসাকালে ধৃত আসামী দ্বয়।
আসামীরা হলেন ১। মোঃ তরিকুল ইসলাম (২৯), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোছাঃ লাইলীয়া খাতুন, সাং-বাশদি(সুজন মাষ্টারের বাড়ি),
২। মোঃ আবুল কাশেম (৩২), পিতা-মোঃ ইমান আলী, মাতা-রোকিয়া বেগম, সাং-বাশদি(আবুল হোসেন মাষ্টারের বাড়ি), উভয় ১২নং আছিম পাটুলি ইউপি, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ।আসামি
দ্বয় কুমিল্লা জেলার বি-পাড়া থানাধীন মাধবপুর হইতে বাঞ্চারামপুরের উদ্দেশ্যে দুই জন লোক একটি সাদা রং-এর প্রাইভেট কার যোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পাইয়া তাহারা উক্ত প্রাইভেট কার যোগে পালানোর সময় সঙ্গীয় অফিসার/ফোর্সদের সহযোগীতায় আসামীদ্বয়কে আটক করে।
তাহাদের হেফজত হইতে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবহনে নিয়োজিত একটি প্রাইভেট কার উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মূখে জব্দ তালিকা মূলে জব্দ করিয়া এসআই (নিঃ)/হৃদয় পাল থানায় আসিয়া এজাহার দায়ের করিলে বাঙ্গরা বাজার থানার মামলা নং- ০৯, তারিখ-১১/১২/২০২২ইং, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (গ)/৪১/৩৮ রুজু করা হয় বলে পুলিশ সূত্রে জানাজায়।