February 15, 2025, 8:01 pm
“সবাই মিলে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম এবং বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে ০৯ ডিসেম্বর-২০২২ শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমীর জেলা শাখা দিনাজপুর এ আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত মোট ১০ জন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের দিঘন পল্লীসমাজের সভাপ্রধান মোছাঃ মাসুদা বেগম উপজেলা পর্যায়ে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম মাননীয় জাতীয় সংসদ সদস্য এর নিকট থেকে পল্লীসমাজের সভাপ্রধান মোছাঃ মাসুদা বেগম সম্মাননা স্মারক গ্রহন করেন। জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ জাকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি জনাব পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ডেপুটি সিভিল সার্জন, মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর এর উপপরিচালক , ব্র্যাক সেলপ অফিসার, বিভিন্ন নারী নেত্রী, স্কুলের ছাত্রী সহ অনেকে উপস্থিত ছিলেন।