March 27, 2023, 8:50 pm
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকার হাচুক পাড়ায় কার্বারী বাদশা কুমার ত্রিপুরার ভ্রাতা যতীন্দ্র ত্রিপুরার আয়োজনে তার বাড়ির অঙ্গনে বিশ্বশান্তি কল্পে চতুর্থ প্রহরব্যাপী ৭ ও ৮ ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
এই ধর্মানুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীসহ জাতি, ধর্ম নির্বিশেষে সকল বয়সের চার সহস্র লোকের সমাগম ঘটে। কীর্তনের সময় যতই শেষ হয়ে আসে ততই বাড়তে থাকে ভক্ত ও দর্শকদের সংখ্যা। ভক্তদের ভিড়ে কানায় কানায় জমে ওঠে যতীন্দ্র ত্রিপুরার বাসভবন।
নামযজ্ঞ অনুষ্ঠানে বাদুশা কুমার ত্রিপুরা জানান, কলিযুগে জীবের দু:খ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। এটাই সনাতন ধর্মের সার সিদ্ধান্ত। তাই কলির কড়াল গ্রাস থেকে নিষ্কৃতি লাভ করতে ভগবান এর এই মহানাম সংকীর্তন এর আয়োজন করা হয়।