February 15, 2025, 8:00 am
এম এ আলিম রিপন,সুজানগরঃ ধান,চাল,গমসহ বিভিন্ন পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে সুজানগর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো.বাদশা হোসেন নামক এক চাল ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম জানান,পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন লঙ্ঘনের অভিযোগে ওই ব্যবসায়ীকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।