August 22, 2025, 5:53 am
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম সংলগ্ন সন্ধ্যানদীতে মালবাহী জাহাজের ধাক্কায় তিনশো মন ধান সহ ট্রলার ডুবির ঘটনার খবর পাওয়া গেছে। ৫ ডিসেম্বর সোমবার বরিশাল লাহারহাট থেকে ধান ক্রয় করে বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুরের দান্ডোয়াট গ্রামের হায়দার ফকির(৫৮) ও হাবিব ফকির(৫৫)। মঙ্গলবার রাত ১টার দিকে বানারীপাড়ার কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা মালবাহী জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় ধান বোঝাই ট্রলারটি ডুবে যায়।মালবাহী জাহাজটি আহতদের উদ্ধার না করে ঘটনা স্থান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। ট্রলারে থাকা দুজনকে মাহফিলে আসা অন্য ট্রলারে লোকজন দেখে মুমূর্ষু অবস্থায় নদী থেকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরবর্তীতে চিকিৎসা দিয়ে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ উল আলম চৌধুরী বলেন বিষয়টা শুনেছি তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। বর্তমান অবস্থায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের চেষ্টা চলছে।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।