September 14, 2024, 11:24 pm
আবু নাসের সিদ্দিক তুহিন
চারিপাশে, ধুম পড়েছে
টাকা লুটের ধুম,
চুপ চুপ চুপ,
ভাংবে ওদের ঘুম।
চোর চোট্টা রাঘব বোয়াল
চুপটি করে থাকে,
করবে চুরি গাট্টি টাকার
নকশা ভিষণ আকেঁ ।
গোটা শরীর লেপটে আছে
টাকা লুটের ফন্দি,
জিও এবং এনজিও হোক
করতে হবে বন্দি ।
থাকেন এরা চুপটি করে
কাজ বাগাতে ঘুষ
এদের মুখোশ খুলতে হবে
তবেই হবে হুঁশ ।
খুব সচেতন লেখক সমাজ
কলমটা কি বেকার,
চুপটি করে থাকলে হবে
খুব জরুরী লেখার।