March 27, 2023, 8:24 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: রবিবার ৪ ডিসেম্বর বেলা ১১ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়জনে এবং এসএম ফাউন্ডেশনের বাস্তবায়নে শিক্ষক ও সুপারভাইজরদের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশাল- ০২ আসনের এমপি এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহে আলম। ফাউন্ডেশনের পরিচালক মোঃ খোরশেদ আলম সেলিম সভাপতিত্ব করেন। ফাউন্ডেশনের প্রোগ্রামার ম্যানেজার সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন বিশেষ অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার , জেলা উপানুষ্ঠান শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, কর্মসূচী প্রধান (ভোসড) মহাদেব দাস, জেলা প্রোগ্রাম ম্যানেজার এস এম নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, জেলা মানবাধিকার প্লাটফরমের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, চাখার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল মালেক হাওলাদার প্রমূখ। প্রশিক্ষণে ৪ জন সুপারভাইজর এবং ৫৮ জন শিক্ষক অংশ নিচ্ছেন।#
এস মিজানুল ইসলাম।।