January 14, 2025, 10:12 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে বনানী সংঘ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি
প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, নিজাম উদ্দীন, জামিনুর ইসলাম, চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল ও মাকসুরা কানিজ ছায়া। সভায় আগামী ৯ ডিসেম্বর “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২” যথাযথভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।