March 27, 2023, 8:09 pm
মহিউদ্দীন চৌধুরীঃ ষ্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল ও নেত্রীকে বরণ করতে চট্টগ্রামবাসী প্রস্তুত হয়েছেন। জেলার পটিয়াসহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীরা শেখ হাসিনাকে বরণ করতে প্রস্তুতি গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যাগে আয়োজিত এক প্রস্তুতি সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের নেতৃত্ব ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ৭৫ পরবর্তী পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবীর রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এডভোকেট বদিউল আলম,পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দীন, পটিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ,পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মাষ্টার নুরুল কবির, শ্রমিকলীগ নেতা মোঃ খোরশেদ, যুবনেতা হাসান শরীফ, সাইফুদ্দিন ভোলা, উজ্জ্বল ঘোষ, তৌহিদুল আলম জুয়েল, শাহাবুদ্দিন সাবির, আনোয়ার হোসেন, মোঃ ইকবাল, সুজন বড়ুয়া, সাইফুল ইসলাম জুয়েল, কামাল উদ্দিন, আবদুস শুক্কুর, বাদশা মিঞা, সাজ্জাদ হোসেন।