February 15, 2025, 8:26 pm
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলালে ৬ বছরের
শিশুকে ধষর্নে চেষ্টার অভিযোগে আজিজুল ইসলাম (৪১) নামে
ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার
নওটিকা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই ফেরিওয়ালা বগুড়ার
সারিয়াকান্দি উপজেলার হাসনা পাড়া গ্রামের মৃত জব্বার ব্যাপারীর
ছেলে।
থানা সূত্রে গেছে, ওইদিন দুই শিশু বাড়ির পাশে খেলছিলেন।
ফেরিওয়ালা শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে বাড়ির পিছনে স্কুলের
বারান্দায় নিয়ে গিয়ে তাকে ধর্ষনের চেষ্টা করে। এমন সময় শিশুটি
চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে সে পালিয়ে যায়। এর পর ওই শিশু বাড়ি
ফিরে তার মাকে ঘটনাটি জানায়। পরে বাবা ও মা থানায় এসে ওই
ফেরিওয়ালা বিরুদ্ধে ক্ষেতলাল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে
গ্রেফতার করে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) মাকছুদুর রহমান জানান,
অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরন
করা হয়েছে।