February 15, 2025, 8:04 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
মুক্তবিহঙ্গ খাগড়াছড়ি শাখায় আংশিক আহবায়ক কমিটি কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৮ টার সময় মুক্তবিহঙ্গ- আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চ এর প্রধান সমন্বয়ক মর্তুজা পলাশ এর সঞ্চালনায় ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির বিধায়ক কবি উ- উইন মং জলি এর সভাপতিত্বে ভার্চুয়ালি আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদে রয়েছে এডভোকেট মহিউদ্দিন কবির সন্মানিত সদস্য, পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্স । ( বিশিষ্ট সাহিত্যিক ), দীনময় রোয়াজা ( বিশিষ্ট কণ্ঠশিল্পী ও অবঃ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ),উত্তম বসু, ( কন্ঠশিল্পী, বাংলাদেশ বেতার) ,বাবুল কায়সার ( গীতিকবি , পানছড়ি ),
কার্যনির্বাহী পরিষদ হতে –সভাপতি — জনাব নিয়ং মারমা ( কণ্ঠশিল্পী ও সংগঠক), সভাপতিমণ্ডলীর সদস্য, আজিজুল বাপ্পি ( কণ্ঠশিল্পী ও সংগীত প্রশিক্ষক),মিল্কী মারমা ( কণ্ঠশিল্পী ),এলি চাকমা ( কণ্ঠশিল্পী ) , সাধারণ সম্পাদক নুরুল ইসলাম টুকু ( থিয়েটারকর্মী ), যুগ্ন- সম্পাদক, প্রজ্ঞা আলো চাকমা ( কণ্ঠশিল্পী ), জ্যাক ত্রিপুরা খোকন – ( সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক – জনাব বসন দে ( মহালছড়ি ) নির্বাহী সদস্য — জনাব লিটন দাস -( শিক্ষক ও কণ্ঠশিল্পী ), জনাব বিজয় দেব সমর বিজয় চাকমা ( নৃত্য প্রশিক্ষক), সুমী আক্তার মিনি ( কণ্ঠশিল্পী ) ,নিয়ং মারমা ( জুনিয়র) কণ্ঠশিল্পী,-চিংহ্লাবাই মারমা।