January 15, 2025, 8:41 am
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার দুপুরে পাবলিক ক্লাব মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী মোঃজাহিদ আহসান রাশেল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃমাহবুবুর রহমান,পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ইমদাদুল হক,ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,এছাড়া ও পীরগঞ্জ উপজেলা নির্বহী অফিসার, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী,আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী,বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
গীতি গমন চন্দ্র রায় গীতি
স্টাফ রিপোর্টার।।