March 25, 2025, 10:25 pm
হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের নাম উল্লেখসহ ৫২ নেতাকর্মী ওঅজ্ঞাত আরো বেশ কয়েক জনের নামে কেন্দুয়া থানার পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।
এ মামলায় পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদসহ নয়জনকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠায় পুলিশ।
কেন্দুয়া থানার পুলিশ সুত্রে জানা যায়, এসআই তানভীর মেহেদী বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী হোসেন পিপিএম সাংবাদিকদের জানান, সরকার পতনের লক্ষে শুক্রবার (২৫ নভেম্বর)সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হন।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যান।
এ সময় পুলিশ বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করে এবং অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করে।
এ ঘটনার কেন্দুয়া থানার এসআই তানভীর মেহেদী বাদী হয়ে এ দুইটি মামলা দায়ের করেছেন।
হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।