April 22, 2025, 6:30 am
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে রাষ্ট্রীয় মর্যাদায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক(চুনু) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় তারাবাড়ীয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর ২টায় সুজানগর পৌরসভার কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের জানাজা নামাজের পূর্বে তার কফিনে পুষ্পমাল্য অর্পণ করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.তরিকুল ইসলাম । এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাননান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাষ্টার ও আব্দুল কাদের উপস্থিত ছিলেন। এর পরপরই পাবনা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। উল্লেখ্য গত বুধবার রাত ১১টার দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক(৭২) অসুস্থতাজনিত কারণে সুজানগর পৌরসভার ভবানীপুর কাঁচারীপাড়া তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।