January 21, 2025, 1:05 pm
রিপন ওঝা,মহালছড়ি।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার কলেজ মোড়ে কান্দি মারমা চায়ের দোকানের সামনে চলন্ত যানবাহনে এক নারীকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করায় হাতেনাতে ধরেন টহলরত ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তা ও সৈনিকগণ।
উক্ত ঘটনাটি আজ ২৩নভেম্বর রোজ দুপুর ১২.৩০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় আজও খাগড়াছড়ি সরকারি কলেজ হতে নিজ বাড়ি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে যান।
আরো উল্লেখ্য যে খাগড়াছড়ি মাহেন্দ্র স্টেশন হতে মহালছড়ি কলেজের বা ২৪ মাইল নামক স্থানে আসার তিন চাকার মাহেন্দ্র তে ওঠেন মাইসছড়ি বাজারে আসলে জনৈক ব্যক্তি মাহেন্দ্রের পেছন ভিকটিমের শরীরে হাত দিয়ে স্পর্শ করে কিন্তু লোকচক্ষুর ভয়ে বারংবার সর্তক থাকার চেষ্টা করি। সেই জনৈক অপরাধী বারংবার এমন অনৈতিক কর্ম করাতে মহালছড়ি সরকারি কলেজের সামনে দুপুর ১.৩০ কান্দি মারমার দোকানের সামনে মাহেন্দ্রটি দাঁড় করাই, উপস্থিত পুলিশ ও লোকজসের সামনে বিষয়টির প্রকাশ করেন। ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলে জনৈক অপরাধী সত্যতা স্বীকার করেন এবং কর্তব্যরত পুলিশকে জানাই। পুলিশও যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।
এ মামলার বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনর রশীদ জানান সরকারের নারী ও শিশু দমন আইন সংশোধনী ২০০৩, অবৈধভাবে যৌন নিপীড়ন করার অপরাধে মহালছড়ি থানায় উক্ত মামলাটি ধার্য করা হয়। আগামীকাল ২৪নভেম্বর যথাযথ নিয়মে জেলহাজতে প্রেরণ করা হবে।
উক্ত মামলায় অভিযুক্ত আসামীর নাম মোঃ জাহাঙ্গীর আলম(৩১), পিতাঃ-মোঃ নূর জামাল, মাতা-মোছাঃ লায়লা বেগম, সাং- গ্রাম- হাসনাবাদ(আজলা পাড়া) ০৬নং ওয়ার্ড ২নং দাঁতমারা ইউনিয়ন পরিষদ, উপজেলা/থানাঃভুজপুর,জেলাঃ চট্টগ্রাম।
অভিযোগকারী হলেন জেসি চাকমা(২১), পিতা-চোক্ষমনি চাকমা, মাতা-শোভাদেবী চাকমা, সাং-গ্রামঃ ঘিলাছড়ি,২নং ওয়ার্ড, ৩নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ, উপজেলা/থানাঃ নানিয়ারচর, জেলাঃ রাঙ্গামাটি।