April 19, 2025, 8:51 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় সিত্রা ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী ভাবে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন থেকে আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলার ৫টি ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৮৫জনের মাঝে এই ত্রানসামগ্রী বিতরণ করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসসহ অনেকে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তৈল, মরিচ ও হলুদের গুরাসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।