April 29, 2025, 7:38 am
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবলীগের অন্যতম নেতা মু মুনতাকিম লস্কর কায়েসের নেতৃত্বে ২১ নভেম্বর সোমবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা ও পৌর সভাসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দদের নিয়ে পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার অবস্থান করে পথিমধ্য থেকে বানারীপাড়া উপজেলার নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নেয়া হয়।এসময় মু মুনতাকিম লস্কর কায়েসের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও যুবলীগের নেতা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন, যুবলীগ নেতা নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম মিঠু, পলাশ খান,বাপ্পী কাজী, সৈয়দকাঠী ইউনিয়ন যুবলীগের নেতা তানভীর আহমেদ বাবু,ইলুহার ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান, বানারীপাড়া সদর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা হাফিজুর রহমান শিপলু, উপজেলা যুবলীগের নেতা আব্দুল আউয়াল, বাইশারী ইউনিয়নের যুবলীগের নেতা আরিফুল ইসলাম রনি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ শাওন, মোঃ ফিরোজ হোসেন, রনি আহমেদ, নাঈম মোল্লা, মাসুম বেপারী সহ আরো অনেক নেতৃবৃন্দ। উল্লেখ্য ২৯ অক্টোবর বানারীপাড়ায় ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা ,সহ সভাপতি মোঃ খিজির সরদার , আক্তার হোসেন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু,অধ্যক্ষ জাকির হোসেন, আশরাফুল সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন সরদার, মোঃ মামুনুর রশিদ স্বপন, মোঃ নুরুল হুদা এই নেতৃবৃন্দদের নির্বাচিত ঘোষণা করা হয়।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।