March 16, 2025, 11:24 pm
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের নকল নবিশ এর সাধারণ সম্পাদক সোহেল রানা (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত সোহেল রানা দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়নপুর গ্রামের লালন মিয়ার ছেলে।
গতকাল রবিবার (২০ নভেম্বর) রাত্রি নয়টার সময় চারঘাট-বানেশ^র সড়কের লালমোনতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। জানাগেছে, সোহেল রানা তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে লালমোনতলা মোড় নামক স্থানে চারঘাট-বানেশ^র সড়কে উঠার সময় চারঘাট হতে বানেশ^রগামী একটি মোটরসাইকেলে সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় সোহেলা রানা সড়কের উপর পড়ে গুরুতর আহত হয়। এসময় স্থানিয়রা চারঘাট ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়াসার্ভিস কর্মীরা গুরুতর আহত সোহেল রানাকে উদ্ধার করে তাদের গাড়িতে করে রামেক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। #
মাজেদুর রহমান( মাজদার)
পুঠিয়া রাজশাহী।