September 13, 2024, 7:16 pm
সাংবাদিক মিঠুন সাহা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৩ নং ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে দেশীয় অস্ত্র এল.জি পিস্তল ও অব্যবহৃত (কার্তুজ) দুই রাউন্ড গুলিসহ মো:আরিফ হোসেন (৩২) নামক এক যুবক কে আটক করেছে সেনাবাহিনী ও পানছড়ি থানা পুলিশ। আটককৃত ব্যক্তি পানছড়ির মোহাম্মদপুর গ্রামের মো:বেলাল হোসেনের সন্তান।
জানা যায়, সোমবার (২১’নভেম্বর) সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পানছড়ি থানা পুলিশের যৌথ অভিযানে মোহাম্মদপুর গ্রামে অবস্থান নিয়ে আটককৃত ব্যক্তির বাড়ি থেকে দেশীয় অস্ত্র এল.জি পিস্তল একটি ও দুই রাউন্ড (অব্যবহৃত) গুলিসহ আটক করতে সক্ষম হয়। পরে আসামীকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পানছড়ি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।