February 15, 2025, 7:52 pm
মোঃ শাহ আলম,চাটমোহর পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক এক শিক্ষকের মৃত্যু হয়। নিহত শিক্ষক বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের পারকোলা গ্রামের মৃতঃ আঃ সুবাহান পরামানিকের ছেলে। ও কুরশাইট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।
এলাকাবাসী ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, চাটমোহর উপজেলাধীন হরিপুর ইউনিয়নের সোন্দভা নামক স্থানে (শনিবার ১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে অটোভ্যান থেকে ছিটকে পড়ে খড়িবাহী ট্রলীর নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষক সোহরাব হোসেন হেলালী।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন জানান,কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সংবাদদাতা
মোঃ শাহ আলম।