March 23, 2023, 12:07 pm
জীবননগর পৌর জাতীয় পার্টির সভাপতি আশাদুল ইসলাম মোল্লা মোটরসাইকেল এক্সেসিডেন্ট করে গুরুতর আহত হয়েছে ১১/১১/২০২২ শুক্রবার বেলা ১১ টার সময় ধোপাখালী মডেল গ্রাম নামক স্থানে ।
দুরুত্ত পরিবারে সদস্যরা তাকে
জীবননগর হাসপাতাল এ নিয়ে যায় ,হাসপাতাল এর কর্তব্যরত ডাক্তার তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফাড করে ।
চুয়াডাঙ সদর হাসপাতালে চিকিৎসা ভালো উন্নতি না হওয়ার কারনে তার পরিবারে সদস্যরা তাকে সদর হাসপাতাল থেকে রেফাড করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
রাজশাহী মেডিকেল হাসপাতালে তার অপারেশন করে তার পেটের নারি বাদ দেওয়া হয়েছে এবং তাকে ৩দিন আইসিওতে রাখার পরে তার পরিবার এর সদস্যরা ৭ দিন পরে তাকে বারিতে নিয়ে আসেন ।