January 14, 2025, 10:36 pm
মোঃতরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা থেকে,
১৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় পর্যটন নগরী কক্সবাজার জেলা ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ আলমগীর গনি, মহাসচিব এড. লুৎফর রাশীদ রানা, যুগ্ম মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহকারী মহাসচিব মোঃ আবু মুসা, সাংগঠনিক সচিব মোঃ আব্দুল মজিদ সহ সংস্থার বিভাগ,জেলা, মহানগর ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ। সম্মেলনে শ্রেষ্ঠ বিভাগ সংগঠক হিসেবে চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ খাইরুল ইসলাম, শ্রেষ্ঠ জেলা সংগঠক হিসেবে রাজশাহী জেলা সভাপতি মোঃ রফিকুল আলম ও শ্রেষ্ঠ উপজেলা সংগঠক হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জিল্লুর রহমান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।এসময় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ বলেন সাংবাদিক দের পেশা একটি ঝুকিপূর্ণ পেশা, সত্য বলা লেখা জাতির কাছে তুলে ধরাই সাংডদের কাজ।কোন দলের লেজুড়বৃত্তি না হয় স্বাধীন দেশে স্বাধীন ভাবে সাংবাদিকতা করতে বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।নতুবা সহসা ঝড়ে পরবে।