September 10, 2024, 7:52 am
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিবেদক ।। বানারীপাড়ায় কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেয়ার সময় খোদ ক্যাচারকেই কামড়িয়েছে কুকুর। ঘটনাটি ঘটেছে উপজেলার বাইশারীতে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদানকারী টীম কুকুরকে ভ্যাকসিন দেয়ার জন্য মাঠে নামে। এ সময় দক্ষ ক্যাচার আল আমিন (৩২) সিরিঞ্জ দিয়ে কুকুরটিকে ভ্যাকসিন দেয়ার সময় বেরসিক কুকুরটি উল্টো ক্যাচারকেই কামড় দেয়। দায়িত্বরত উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রব জানান, এ সময় আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাৎক্ষনিক জলাতঙ্কের হিউম্যান ভ্যাকসিন দেয়া হয়। তার বাড়ি ঠাকুরগাঁয়ে।
তিনি আরো জানান, বানারীপাড়া উপজেলায় ১৩ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পযর্ন্ত ৬০৫ টি কুকুরদের ভ্যাকসিন দেয়া হয়েছে। এ জন্য ভ্যাকসিন প্রদানকারী ২৫, দক্ষ ক্যাচার ৫০, সহকারী সার্ভেয়ার ২৫ এবং সহকারী ক্যাচার ২৫ জন কাজ করছে। ভ্যাকসিন দেয়া হয়েছে কুকুরকে লাল রং মেখে চিহ্নিত করা হচ্ছে।#