February 15, 2025, 4:28 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
পটিয়ার নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে আশিয়া ইউনিয়নের দুস্থ অসহায় দেড়শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে আশিয়া ইউনিয়নের মল্লপাড়া এলাকায় ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের সহযোগীতায় এসব খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোরশেদ, জাহাঙ্গীর মেম্বার, ইউসুফ খান, অর্থ সচিব নজরুল ইসলাম, আবদুল কাদের, জামাল মাহমুদ, ফৌজুল কবির চৌধুরী, ইফতেখার উদ্দিন চৌধুরী সুজন, রিন্কু চৌধুরী, আসিফ, আরিফ, মহিউদ্দিন সহ আরো অনেকেই।
বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। ব্যাংক বন্ধ হয়ে যাবে,দেশ শ্রীলন্কা হয়ে যাবে। এসব অপপ্রচারের কান না দিয়ে সবাইকে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন নিজের সাধ্যমত পটিয়ার মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চেষ্টা করে যাচ্ছেন। একই সঙ্গে পটিয়ার মানুষের পাশে থাকতে পারাটা সত্যিই সৌভাগ্যবান। তাই সামনের দিক গুলোতেও তার এমন আয়োজন চলমান থাকবে বলে জানান ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।