August 17, 2025, 3:10 pm
প্রেস বিজ্ঞপ্তি।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৯/১১/২০২২ তারিখ দুপুর ১১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ১ নং ভদ্রঘাট ইউনিয়নের ভদ্রাঘাট বাজার পশ্চিম খান পাড়া গ্রামস্থ আবুল উলাইয়া স্পিনিং লিমিটেড এর গেইটের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৭(সাতানব্বই) পিচ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ সোহাগ আলী(২৬), পিতা-মোঃ হামিদুল ইসলাম, সাং-কাচারীপাড়া ভদ্রঘাট, থানা-কামারখন্দ, ২। মোঃ হারুন শেখ(৩৪), পিতা-সালাম শেখ, সাং-রঘুনাথপুর, থানা-সিরাজগঞ্জ সদর, উভয় জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
স্বাক্ষরিত…….
মোঃ আবুল হাসেম সবুজ
লেফটেন্যান্ট
স্কোয়াড কমান্ডার
র্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ।
মোবা-০১৭৭৭-৭১১২৫৮