February 15, 2025, 3:52 pm
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বটতলা বাজারে গতকাল ৮ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে আব্দুর রাজ্জাক হুজুরের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।স্থানীয় সূত্রে জানা যায় আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শট-সার্কিট এর কারণে। এক পর্যায়ে আগুন তীব্র আকারে ধারণ করে এ থেকে একটি কাপড়ের দোকান ও একটি ওষুধের ফার্মেসী পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে বালিপাড়া থেকে ফায়ার সার্ভিস আসতে এক ঘন্টা দেরি করে আশায় ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস দেরি হওয়ার কারণ হিসেবে জানা গেছে ফায়ার সার্ভিস ড্রাইভার মোঃ নান্নু তিনি এই রাত্রে স্টেশনে উপস্থিত ছিলেন না ওনার বাড়ি পার্শ্ববর্তী উজিরপুর থানায় ওখান থেকে আসতে এক ঘন্টা দেরি হওয়ার কারণে ফায়ার সার্ভিস ওই স্থানে পৌঁছাতে পারেনি এ থেকে জনগণের এক প্রকার ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মরত দায়িত্বে থাকা মোঃ আবুল কালাম আজাদ মুঠোফোনে জানান আমরা কল পাওয়ার সাথে সাথে ফেরিঘাটে অবস্থান করি ওখানে ফেরি চালক না থাকায় আমি সাথে সাথে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মহোদায়কে ঘটনাটি জানিয়েছি ।এরপর বানারীপাড়াথানায় অবস্থান করে তাদেরকে অবহিত করেছি ।এক পর্যায় জানতে পেরেছি ফেরীর চালক স্টেশনে না থাকার কারণে ওই জায়গায় সময়মতো যেতে পারিনি।এ বিষয় সৈয়দকাঠী ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা জানান আগুন লেগে আব্দুর রাজ্জাকের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে অন্তত সাত-আট লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: