September 21, 2024, 3:53 am
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
বানিজ্যিক চিংড়ি চাষ বন্ধ কর- কৃষি জমি রক্ষা কর” শ্লোগানকে সামনে রেখে পাইকগাছায় ৩২তম শহীদ করুণাময়ী দিবস উদযাপন উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ভূমিহীন সংগঠন ও নিজেরা করি’র উদ্যোগে শহীদ করুণাময়ী স্মৃতি মে ভূমিহীন নেত্রী উর্মীলা সরদার এর সভাপতিত্বে এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিজেরা করি’র কেন্দ্রীয় প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, নিজেরা করি’র সাধারণ সম্পাদক এমএ রশিদ, খুমেক সাবেক অধ্যাপক ডাঃ কেপি সরকার, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তাপস কুমার বিশ্বাস। ভূমিহীন নেতা নিরাপদ দফাদারের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন ভূমিহীন নেতা একেএম রাশেদুজ্জামান, রীতিশা রায়, মমতা বিশ্বাস, আবু সাঈদ, তৈয়বুর রহমান, জহুরুল ইসলাম, আলাউদ্দীন বিশ্বাস, বনচারী মন্ডল, মোস্তফা সরদার সহ দুই সহস্রাধিক সদস্য ও এলাকাবাসী। উল্লেখ্য, ১৯৯০ সালে ৭ নভেম্বর দেলুটির হরিণখোলায় চিংড়ি ঘের বিরোধী আন্দোলনে সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে করুণাময়ী সরদার মৃত্যু বরণ করেন।
ইমদাদুল হক,
পাইকগাছা,থুলনা।