January 14, 2025, 11:50 pm
রিপন ওঝা,মহালছড়ি।
মহালছড়ি সেনা জোন কর্তৃক মহালছড়ি শ্রীশ্রী দক্ষিণা কালী মন্দিরের ঐতিহ্যবাহী ৪৭তম সার্বজনীন রাস মহৌৎসব উপলক্ষ্যে আয়োজিত ষোড়শ প্রহরব্যাপি তারকব্রহ্ম মহানাযজ্ঞ-২০২২ অনুষ্ঠান পরিদর্শন ও উপহার সামগ্রী প্রদান করেন।
মহালছড়ি জোনের জোন কমান্ডারের পক্ষে লেঃ আব্দুল্লাহ আল জামিল উপস্থিত থেকে মহালছড়ি সনাতন ধর্মাবলম্বীদের ৪৭তম রাস মহৌৎসব সার্বজনীন ষোড়শ প্রহরব্যাপি তারকব্রহ্ম মহানামযজ্ঞ রাসমহোৎসব-২০২২ উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, দক্ষিণা কালী মন্দিরের ও ৪৭তম পরিচালনা পর্ষদের সভাপতি এবং ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, ৪৭তম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সুনীল দাশ।
মহালছড়ি জোনের জোন কমান্ডারে পক্ষে লেঃ আব্দুল্লাহ আল জামিন উপস্থিত ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী প্রদান করেন।
আজ ৭নভেম্বর রোজ সোমবার পূর্ণিমার রাতে অধিবাসের শুভ লগ্নের মধ্যে দিয়ে ষোড়শ প্রহর ঐতিহ্যবাহী রাস মহৌৎসবের নামসংকীর্তন প্রারম্ভ হবে,তা বৃহস্পতিবার ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি অনুষ্ঠান ও নগর পরিক্রমায় সম্পন্ন হবে ২০২২ সালের, ১৪২৯ বজ্ঞাব্দের ৪৭তম রাস মহৌৎসবের মহাযজ্ঞের আয়োজন।