March 21, 2023, 8:56 am
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন করেছে ছাত্রলীগ। এ উপলক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সরকারি কেসি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। মিছিল শেষে এইচএসএস সড়কে জেলা ছাত্রলীগের সভাপতি সজিব আহম্মেদ ও সাধারণ সম্পাদক আল ইমরান বক্তব্য রাখেন। সমাবেশে ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তারা আবারো আগুন সন্ত্রাস দিয়ে মানুষ খুন করবে। নেতৃবৃন্দ হুসিয়ার উচ্চারণ করে বলেন, আগামী নির্বাচন পর্যন্ত ঝিনাইদহ শহরে বিএনপিকে কোন নৈরাজ্য ও আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না। ছাত্রলীগ রাজপথে থেকে বিএনপির সকল কর্মসুচি প্রতিহত করবে।
আতিক রহমান
ঝিনাইদহ।