August 15, 2025, 7:13 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মত জাতীয় সংবিধান দিবস-২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (০৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন সম্মেলন সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা
অনুষ্ঠানে জেলা প্রশাসক এনামুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএমসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কু্ল-কলেজের প্রধান, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।