March 28, 2023, 2:13 pm
সুজানগর(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগর পৌর বাজারের হাসপাতাল গেট সংলগ্ন মোহাম্মদ আলী গোস্ত বিতান নামে নতুন দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, মোহাম্মদ আলী গোস্ত বিতান এর কর্ণধার গোলাম রব্বানী,অন্যান্যদের মধ্যে কতুব, রুহুল সরদার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।