February 15, 2025, 6:56 am
নাজিম উদ্দিন রানা ঃলক্ষ্মীপুরে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার বখাটে আরমান হোসেন ওরপে বড় ভাই গ্রুপের বিরুদ্ধে।এসময় নুর হোসেন নামের এক ব্যবসায়ীর নিউ রিজন টেলিকম নামের দোকানে হামলা চালিয়ে প্রায় ৫৫ হাজার টাকা লুটে নেন তারা।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের বালুরট্যাক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— শরীফ উদ্দিন (২৫) ও মো. মোহন (৩০)। তারা একই ইউনিয়নের চরমনসা গ্রামের শাহ আলম খাঁর ছেলে। অভিযুক্ত আরমান একই এলাকার জহিরুল ইসলামের ছেলে।
আহত ও তাদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে,শরীফ চট্টগ্রামে বন্দর এ চাকরি করেন।কিছু আগে তারা বাড়িতে বেড়াতে আসেন,তারপরে কয়েক দিন আগে তার সামনে বখাটে আরমান হোসেন এক ছেলেকে মারছিলেন।এটি দেখে শরীফ বাধা দেন। এতে শরীফকেও লাথি-ঘুষি মারে আরমান । পরে শরীফ তার বড় ভাই মোহনকে বিষয়টি জানান।এরপর বুধবার সন্ধ্যায় আরমানকে ডেকে মোহনকে মারধরের বিষয়ে জানতে চান। এসময় হঠাৎ করে আরমান ও তার গ্রুপের সদস্যরা মোহনের ওপর হামলা করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে আরমানসহ তার সঙ্গীরা। পরে তারা বাঁচার জন্য স্থানীয় নুর হোসেনের টেলিকমের দোকানে ঢোকে। সেখানে হামলা চালিয়ে দোকানটি ভাঙচুর করে হামলাকারীরা।এসময় দোকানে থাকা বিকাশের ৫৫ হাজার টাকা লুটে নেয় তারা।
এদিকে শুক্রবার বিকালে
এলাকার সাধারন মানুষ আরমানসহ তার গ্রুপের সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ করে বলেন আরমান এলাকার বখাটে তার অত্যাচারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এখন অসহায়,এই আরমানের রয়েছে ১০-১৫জনের একটি গ্রুপ তারা নিরিহ মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে জিম্মি করে তাদের থেকে চাঁদা আদায় করে,তারা এলাকাতে বড় ভাই গ্রুপ নামে পরিচিত।
আহতদের বাবা শাহ আলম বলেন,আমার ছেলে কে কুপিয়ে
রক্তাক্ত করেছে এলাকার বখাটে
আরমান, এই আরমান এলাকাতে নিরিহ মানুষদের কে বিভিন্ন অপবাদ দিয়ে জিম্মি করে তাদের কাছ থেকে অর্থ আদায় করে,তার রয়েছে ১০-১৫ জনে একটি গ্রুপ আছে সে এলাকায় সবার সঙ্গে খারাপ আচরণ করে বেড়ায়।আমি ওদের বিচার চাই।
এ ঘটনায় আহতদের ভাই নুরুল আলম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন যাঁহার নং ৫২৩/২২
এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ -পুলিশ পরিদর্শক এস আই মোঃহাবিবুর রহমান প্রতিনিধিকে বলেন উক্ত বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে মামলাটি তদন্তাধীন।