September 17, 2024, 2:47 am
কেশবপুর প্রতিনিধিঃ
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ি পরিদর্শন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। ৪ নভেম্বর সকালে যশোর থেকে হেলিকপ্টারযোগে মহাকবির জন্মভূমি সাগরদাঁড়ি মধু মাঠে আসেন। তিনি হেলিকপ্টার থেকে নেমে আসার সাথে সাথেই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কেশবপুর উপজেলা কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, ডাঃ অনুপম সরকার এবং অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্ত। পরবর্তীতে তিনি মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি বিজড়িত (মধুপল্লী) মধুসূদন জাদুঘর ও কপোতাক্ষ নদ পাড় ঘুরে-ঘুরে দেখেন।