February 15, 2025, 8:44 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়ন ও রাস্তা ঘাটের উন্নয়ন করে প্রতিটি গ্রামকে ধীরে ধীরে শহরে রুপান্তর করছেন। উন্নয়নের কারণে বর্তমানে চিহ্নিত অনেক সন্ত্রাসের জনপদের চিত্র পরিবর্তন হতে শুরু করেছে।তিনি বলেন, এক সময় ময়মনসিংহ সদর উপজেলার দুর্গম ও দুর্ভোগের জনপদ ছিল অষ্টধার ইউিনয়ন। এখানে কোন রাস্তা-ঘাট ছিলো না,দিনে দুপুরে মানুষের কাছ থেকে ছিনতাই করা হতো। ডাকাতের ভয়ে মানুষ সারারাত জেগে পাহারা দিতো। সেই অষ্টধার এখন সন্ত্রাস মুক্ত উন্নত এলাকায় পরিণত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। গ্রামে বসবাস করে শহরের সুবিধা ভোগ করছে গ্রামের মানুষ। এ দেশের কৃষক-শ্রমিক, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন শেখ হাসিনা। বিএনপি-জামায়াত কখনো দেশের মানুষের কথা ভাবেনি। প্রধানমন্ত্রী মানুষের কথা ভাবেন। তিনি ভূমিহীন মানুষকে ঘর উপহার দিয়েছেন।
শুক্রবার (৪ঠা নভেম্বর) বিকাল ৩টায় ময়মনসিংহ সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন ঝাপারকান্দা মধ্যপাড়া জহির মাষ্টারবাড়ী জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ,স্থানীয় যুবসমাজ যৌথ উদ্যেগে স্বাধীনতা চিকিসৎক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা: এম এ আজিজ কে ফুলের শুভেচ্ছায় সংবর্ধনা দেন ।
অষ্টধার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ডা: এম এ আজিজ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ এম এ আজিজ তার বক্তব্যে আরো বলেন- প্রধান মন্ত্রী ময়মনসিংহবাসীকে সিটি করপোরেশন দিয়েছেন,ময়মনসিংহ কে বিভাগ করে দিয়েছেন,ব্রহ্মপুত্রের দুই পাশে লন্ডনের মত মডেল টাউন করাসহ ব্রহ্মপুত্রের উপরে ৩-৪টা ব্রিজ করার প্রকল্প হাতে নিয়েছেন, দেশের মানুষকে ঘরে-ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছেন, গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে প্রতিটি গ্রামে পাকা রাস্তা প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি এসব উন্নয়নকে চলমান রাখতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে উন্নয়নের গতিধারাকে অব্যহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনার আহবান জানিয়ে বলেন, আগামীতে সকলের প্রচেষ্টায় শেখ হাসিনার সরকার ক্ষমতায় গেলে তবেই দেশ সামনে দিকে এগিয়ে যাবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ আপেল মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিএমএ সাধারন সম্পাদক ডা: এইচ এ গোলন্দাজ তারা। এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ১ নং অষ্টধার ইউনিয়ন চেয়ারম্যান এমদাদুল হক আরমান , ময়মনসিংহ জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, বাংলাদেশ হকার্সলীগ ময়মনসিংহ সদর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম সিদ্দা, মসজিদের ইমাম কেফায়েত উল্লাহ, রফিকুল মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।