January 14, 2025, 11:16 pm
মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জঃ
সব কিছুর দামই যে চড়াই থাকছে, বলে অসন্তোষ্ঠ সাধারণ মানুষ ও কৃষকরা। ৫০ টাকার নিচে এক কেজি সবজি কেনা দায়।
আজ সোমবার নাচোলের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, আকার ভেদে পাতাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, বেগুনের কেজি ৪০-৫০ টাকা, সিমের কেজি ৮০ টাকা, করলা ৬০ টাকা, কচু
৫০টাকা, চাল কুমড়া পিস ১৫-২০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে ১৫ থেকে ২০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪৫ টাকা, পটল ২০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পেঁপের কেজি ১৫ টাকা, পালং শাক ২০ টাকা, বরবটি ৪০টাকা ,মুলা ৩০টাকা, কাঁচামরিচ ৭০- ৮০টাকা, এছাড়া কাঁচা কলা কেজি৩০টাকা, লেবুর হালি ১০থেকে ১৫টাকা, আলুর কেজি ২৫ টাকা, আদা ১০০টাকা, রসুন ৬০থেকে ১২০টাকা, বেড়েছে পেঁয়াজের দাম কেজি বিক্রি হচ্ছে ৪০থেকে ৫০টাকা।বাজারে খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০২ থেকে ১০৩ টাকায়। দেশি মুশুরের ডালের কেজি ৯০ টাকা। খোলা লবণ ২২ প্যাকেট লবণ ৩২টাকা ও ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। ফার্মের লাল ডিম, হাঁসের ও দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে প্রায় একই দামে ১৪৫ থেকে ১৫০ টাকা। গরুর মাংসের কেজি ৬৫০ টাকা, খাসির মাংস ৭০০-৭৫০টাকা
ব্রয়লার-১৭০,সোনালি ২৮০-২৯০,লেয়ার-২৭০ -২৮০,দেশিমুরগি৩৮০- ৪০০টাকাকেজি দরে বিক্রি হচ্ছে।
এতে করেও হতাশা বোধ করছেন সাধারণ মানুষ ও কৃষকরা। তারা বলেছেন কিছুদিন পূর্বে ভালো মত বাজার করতে পারতাম না। এখন কিছুটা দাম কমেছে। আরও কিছুটা কমলে আমরা ব্যাগ ভরে বাজার করতে পারতাম।