June 13, 2025, 12:34 am
বি এম মনির হোসেনঃ-
”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃংখলা সবত্র” এই স্লোগানকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় কমিউনিটি পুলিশিং-ডে ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৯ অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ কর্তৃক আগৈলঝাড়া থানা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম। আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানা, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার ইউনিটির সভাপতি সাইফুল মৃধা,আগৈলঝাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, সাংবাদিক মোল্লা আজিজুল ইসলামসহ থানার অফিসার পুলিশ সদস্য ও স্হানীয় লোকজন। র্যালি ও আলোচনা সভা শেষে মিষ্টিমুখ করান।