January 21, 2025, 12:57 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ “আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২। এ উপলক্ষ্যে শনিবার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার। সভাপতির বক্তব্যে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, শুধু বক্তব্য নয় সচেতন হতে হবে সবার। প্রতিদিনই সড়ক দূর্ঘটনা ঘটছে। আমাদের সচেতনতার জায়গাটা অনেক নিচু স্থানে চলে এসেছে। গ্রিল লাগিয়ে বা নিয়ম করে এটি রোধ করা সম্ভব নয়। আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা বিশৃঙ্খল সড়ক চাই না। নিরাপদ সড়ক গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। এ সময় তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন মেনে চলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।