January 21, 2025, 11:07 am
বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ হেলাল উদ্দিন বরিশাল জেলায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হলেন।দুর্র্ধর্ষ ডাকাত সদস্যদের গ্রেপ্তারে সফলতা অর্জন করায় সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল জেলায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হলেন মোঃ হেলাল উদ্দিন।সে গৌরনদী মডেল থানায় বর্তমানে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল এসএম আল বেরুনী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন।জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মোঃ হেলাল উদ্দিনের হাতে শ্রেষ্ঠত্বর সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন।