April 22, 2025, 7:28 am
বি এম মনির হোসেনঃ-
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগান নিয়ে আজ ২২ অক্টোবর শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল এর আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, প্রধান নির্বাহী প্রকৌশলী সওজ সড়ক বিভাগ বরিশাল মাসুদ মাহমুদ সুমন, সহকারী পরিচালক (ইঞ্জিঃ) বিআরটিএ বরিশাল সার্কেল এন ডি শাহআলম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সাধারণ সম্পাদক বরিশাল জেলা আওয়ামী লীগ বরিশাল এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনুস, মটরযান পরিদর্শক বিআরটিএ বরিশাল সার্কেল ইকবাল আহাম্মেদসহ মালিক-শ্রমিক সমিতি সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গণে র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।