March 28, 2023, 3:37 pm
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়নের দাবীতে গণঅনশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে দুপুর পর্যন্ত গণঅনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাতো। ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার-রাষ্ট্র সবার এই স্লোগানকে সামনে রেখে গণঅনশনে আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা, সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত, আদিবাসী নেতা দিপক কিস্কু, নারী নেত্রী ডলি দাস, কমিটির প্রচার সম্পাদক সুফল চন্দ্র বর্মন প্রমুখ। পরে দুপুর ২ টায় গণঅনশনে অংশগ্রহনকারীদের পানি পান করিয়ে দিনের অনশনের সমাপ্ত করা হয়।
আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।