March 23, 2023, 12:15 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদীতে বিআরবি ক্যাবেল্স ইন্ডাষ্ট্রিজ লিঃ এর উদ্যোগে গৌরনদী, আলৈঝাড়া ও উজিরপুরের বিদ্যুৎ ব্যবসায়ী (বিক্রেতাদের)নিয়ে বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড চড়–ইভাতি রেস্তোরায় এসভা অনুষ্ঠিত হয়। কোম্পানির জেনারেল ম্যানেজার আ.কাদির’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার আবদুল হালিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এসিস্ট্যান্ড জেনারেল ম্যানেজার সোহেল আহমেদ, সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান, গৌরনদী বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম। সভার সার্বিক পরিচালনা করেন গৌরনদী বিক্রয় কেন্দ্রের মার্কেটিং অফিসার মোঃ জহিরুল ইসলাম। গৌরনদী বাসস্ট্যান্ড সবুজ বাংলা ইলেকট্রিক’র প্রোপ্রাইটর বি এম বেলাল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাটাজোড় বাবুল ইলেকট্রিকের সত্যাধিকারী মোঃ আক্তার হোসেন বাবুল, গৌরনদী বন্দর জাকির ইলেকট্রিকের সত্যাধিকারী মোঃ জাকির হোসেন, আগৈলঝাড়া সরদার ট্রেডার্স এর প্রোপ্রাইটর মোঃ ছরোয়ার আলম, উজিরপুর মূন ইলেকট্রিকের সত্যাধিকারী মোঃ আবদুল আলীম-সহ গৌরনদী, আলৈঝাড়া ও উজিরপুরের ১শত জন বিক্রেতাকে নিয়ে আলোচনা সভার শেষে মধ্যাহ্ন ভোঁজ ও ৫জন সেরা বিক্রেতাকে পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়।